AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে নিজের পাতানো ফাঁদে খামারির মৃত্যু



ঘোড়াঘাটে নিজের পাতানো ফাঁদে খামারির মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে সালমান ফারসি (২২) নামে এক খামারীর মৃত্যু হয়েছে।

 

রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তিনি উপজেলার বুলাকীপুর ইউপির চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

 

বুলাকীপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নারগিস আকতার জানান, সালমান ফারসি পড়াশুনার পাশাপাশি প্রায় ৭ থেকে ৮ বছর থেকে নিজ বাড়ি সংলগ্ন একটি মুরগির খামার করছিল। বাঁশের বেড়ার তৈরি খামারে বিড়ালের উৎপাত থেকে রক্ষার জন্য খামারের চারদিকে উম্মুক্ত গুনার তারে প্রতিদিন বিদ্যুতের সংযোগ দিয়ে রাখত। সকালে আবার সংযোগ বিচ্ছিন্ন করে দিতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে খাবার দিয়ে ফেরার পথে পা পিচলে সংযোগরত তারে তার ডান হাত জড়িয়ে যায়। কিছুক্ষণ পরে তার মা রান্নার চুলায় আগুন ধরানোর জন্য দিয়াশলাই নিতে খামারে গেলে খামারের বাহিরে বিদ্যুতায়িত তারে জড়িয়ে তার ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ম.ম.প্র/জাহা

Link copied!