চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার দেহাটি গ্রামের মাঠ পাড়ায় নিজ বাড়িতে মতিয়ার রহমান মতি(৪৫) নামের এক জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিয়ার রহমান মৃত গোলাম হোসেনের ছেলে।
এই ঘটনায় মেয়ে ময়না খাতুন(৩০) ও মেয়ের মা তাসলিমা খাতুন (৪০) কে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমান কে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দেখে তারা মৃত অবস্থায় দেখতে পাই। প্রথমদিকে বাড়িতে সদস্যরা সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে বলে দাবি করেন। পরবর্তীতে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যা করার কথা স্বীকার করেন। মেয়ে তার বাবাকে মাথায়,গলায়, পেটে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
হত্যার কারণ হিসেবে জানতে চাইলে মেয়ে বলেন, বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিল যার কারনে আমি এই কাজটি করেছি।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ জানায়, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যেয়ে মেয়ে ও তার মাকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য আটক করি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ.কম/এসএপি
আপনার মতামত লিখুন :