আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস।
বুধবার দুপুরে জেলা শহরের আস্তান মোল্লা ডিগ্রি কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন এবং স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির “অধিকার এখানে, এখনই” প্রকল্পের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে কলেজটির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আস্তান মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাবেদ ইকবাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্রধর।
আন্তর্জাতিক যুব দিবসের আলোচনায় বক্তারা যুব ও কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরীর মাধ্যমে তরুণ ও যুব জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহনের পরিবেশ তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রকল্পের জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির, জেলা ইয়ুথ মোবিলাইজার ফারজানা রেজারুমি, জয়পুরহাট ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মোসা: মুর্শিদা খাতুন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একুশে সংবাদ/স ক