কক্সবাজারের পেকুয়ায় চুলার আগুনে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।১৯ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদার নতুনপাড়া এলাকার মৌলভী হেলাল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই ওই এলাকার মৃত মঞ্জুর আলমের পুত্র।
স্থানীয়রা জানান, সকালে ভাত রান্না করে হেলাল উদ্দিনের মা ও তার ছেলে মেয়েরা ভাত খেয়ে তাদের পুরাতন বাড়ী সিকদারপাড়া এলাকায় আসে। এসময় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে আগুনে ঘরের ভিতরে আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। কিন্তু পুড়ে যায় নাই কোরআন শরিফ। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি কান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা যুবলীগের ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজম।
এসময় গণমাধ্যম কর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তিনি বলেন এটি মরার উপর কারার ঘাঁ। এমনে বন্যায় ক্ষতিগ্রস্থ এরপরও ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :