AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় শোক দিবস উপলক্ষে ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু অপারেশন


জাতীয় শোক দিবস উপলক্ষে ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু অপারেশন

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ভাঙ্গা হাইলাইট চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশনের আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন হাইলাইট চক্ষু হাসপাতালে চোখে ছানি পড়া ৬৮জন বয়স্ক নারী,পুরুষ রোগীদের ছানি অপারেশন করার মহতি উদ্যোগ নিয়েছেন।

 

১৫ আগস্ট জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপারেশন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন স্বপন, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লাভলু মুন্সী, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, মাই টিভির প্রতিনিধি সরোয়ার হোসেন প্রমূখ।

 

হাইলাইট চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক কে এম কলেজের ভিপি  মোঃ শহিদুল ইসলাম, তিনি তার স্বাগত বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ বছর বয়সে চোখের গ্লুকোমা রোগে ভুগছিলেন, আমরা বঙ্গবন্ধুর শাহাদাতঞ বার্ষিকী পালন উপলক্ষে ৬৮ জন চোখে ছানি পড়া রোগীকে  সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন সহ চশমা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।

 

তিনি ঞঙবলেন,দুই হাজার ২০০২ সালের ৩০ অক্টোবর হাইলাইট চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত আমরা স্বল্প মূল্যে সেবা দিয়েছি ২ লক্ষ ৬৩ হাজার ২৬৫ জন,বিনামূল্যে সেবা দিয়েছি ২০ হাজার ৩৪৪ জন রোগীর। এবং স্বল্পমূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করেছি- ৪৭ হাজার ৮৭৩ জন রোগীর এবং বিনামূল্যে সার্ভিস দিয়েছি ৫ হাজার ৩৭ জন রোগীর। আমরা আজকের এই দিনটিকে বঙ্গবন্ধুর নামে এই সেবাটি বেছে নিয়েছি। যেন বঙ্গবন্ধুর আত্মার শান্তি পায়। ইনশাআল্লাহ আমাদের সেবা আগামীতেও চালু থাকবে।

 

একুশে সংবাদ/স.শ.প্র/জাহা

Link copied!