চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় কলেজে অডিটোরিয়ামে অধ্যক্ষ এম আহসানুল করিম পীরজাদা`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রদর্শক পুষ্পা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী মো. আবু হাশেম ইবনে হাশেম, দাতা সদস্য কে.আর.এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মিয়া, বোর্ড প্রতিনিধি শিহাব উদ্দিন খালেদ, দাতা সদস্য কে এম জাকেরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ফিরোজ আহমদ, অভিক তনচংগ্যা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক আজিজুর রহমান শরিফ, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোরশেদ আলম, আরাফাত হোসেন, পপি আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীশিক্ষার্থীকে সম্মাননা প্রদান ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার এবং কলেজের চিকিৎসক প্রতিনিধি ড.ওয়াকিল আহমদ এর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফাইল বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ম.ত.প্র/জাহা
আপনার মতামত লিখুন :