দুর্নীতি দমন কমিশন(দুদক) তত্ত্বাবধানে চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী ২০২৩ বিতরণ করা হয়েছ।
বুধবার (২ আগস্ট) সকালে চন্দনাইশ উপজেলা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক।
সংগঠনের সম্পাদক আরশাদ উল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সদস্য অধ্যাপক এয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, প্রধান শিক্ষক বিজয়া নন্দ বড়ুয়া, শিক্ষক রফিক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, পরে কাশেম মাহবুব, গাছবাড়ীয়া নিত্যানন্দ, ফাতেমা জিন্নাহ এবং জোয়ারা উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোরে সামগ্রী বিতরণ ও পরিদর্শন করেন।
একুশে সংবাদ/আ.স.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

