“বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ২ নং পাকশিমুল ইউপিস্থ পাকশিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মোঃ মারেফুল করিম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় পুলিশ সুপার বলেন, নিরাপদ সমাজ গড়ার লক্ষে বিট পুলিশের কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতার মাধ্যামে এলাকার মাদক,দাঙ্গা দমনে এক সাথে কাজ করতে হবে। অরুয়াইলে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করার আশ্বাস প্রদান করেন। পুলিশ ও জনতা একসাথে কাজ করলে সকল অপরাধ নির্মূল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :