কুষ্টিয়া মিরপুরে নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজার সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজ ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আরেফিন, মিরপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর পৌর মেয়র, এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
পরে মিরপুর উপজেলার প্রশিক্ষিত যুব মহিলাদের মাঝে ১৮৬ টি সেলাই মেশিন, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে ৮২ টি ৫০ হাজার করে মোট ৪১ লাখ টাকার চেক বিতরণ, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল, উপজেলা পর্যায়ে এস এসসি ও দাখিল মাদরাসায় সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব স্বারক প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থাসহ মিরপুর উপজেলার ৫৪ টি ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (মাধ্যমিক) ও (প্রাথমিক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও প্রাথমিকে বিজয়ীদের মাঝে সম্মাননা ট্রফি প্রদান।
এছাড়াও হ্যান্ডবল, ক্রিকেট খেলাধুলা সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কৃষকদের মাঝে বীজ সার ও গাছের চারা বিতরণ করা হয়।
একুশেসংবাদ.কম/না.ক/বিএস
আপনার মতামত লিখুন :