AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে গাঁজা, ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ
০৩:০৪ পিএম, ১৭ জুলাই, ২০২৩
কিশোরগঞ্জে গাঁজা, ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর থানার পিরিজপুর ঈদগাহ্ মাঠের সামনের এলাকায় মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করার সময় মো.মাসুদ মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে পুলিশ।

 

এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা  পাওয়া যায়। গ্রেফতারকৃত মো. মাসুদ মিয়া (২৮) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ঈদগাহ্ মাঠ এলাকার মৃত আবুবক্কর এর ছেলে।

 

এছাড়াও রোববার রাতে ১০:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্যরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ সময় তাহার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

মোঃ সাদ্দাম হোসেন (৩৫) করিমগঞ্জ থানার মধ্য রামনগর এলাকার মোঃ আক্কাস আলীর ছেলে।

 

পুলিশ জানায় রোববার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বাজিতপুর উপজেলার পিরিজপুর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়া (২৮) কে এবং এস আই (নিরস্ত্র) ফারুক আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় করিমগঞ্জ উপজেলার মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩৫) কে গ্রেফতার করে।

 

মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট এক কেজি গাঁজা সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় এবং রাত ১০:৩০ মিনিটের সময়  ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা  বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে বাজিতপুর উপজেলা ও করিমগঞ্জ উপজেলা সহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছিল।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জের বাজিতপুর থানা  ও করিমগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

একুশে সংবাদ/আ.র.প্র/জাহা

Link copied!