AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ৩৫


বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সড়কের পাশের বাজারের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ভৈরব থানার ওসিসহ ৫ পুলিশ এবং উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

 

সোমবার (১০ জুলাই) সকাল এগারটার সময় ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ ঘঠনা ঘটে।

 

জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থানাধিন আকবরনগর ও মীরারচর নামক বাজারটি প্রায় ৪০ বছর যাবত এ নামে পরিচিত। সম্প্রতি সময়ে সড়ক ও জনপদ বিভাগ আকবরনগর বাষ্ট্যান্ড এলাকায় তাদের একটি বিলবোর্ডে আকবরনগর মীরারচর বাজার নামের পরিবর্তে শুধু আকবরনগর বাজার লিখা হয়। এতে করে মীরারচরের লোকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

 

এ নিয়ে আজ সকালে আকবরনগর ও মীরারচরের লোকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আনুমানিক অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর ও লুটপাট হয়।

 

সংঘর্ষ চলাকালে প্রায় ৩ ঘন্টাব্যাপী ভৈরব-ময়মনসিংহ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুভোর্গে পড়ে যাত্রী সাধারণ। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন এর নেতৃত্বে ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপর থানার প্রায় শতাধিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তী যে কোন ধরণের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

এলাকাবাসী বলেন, পূর্বে এ বাজারের নাম ছিল মীরারচর আকবর নগর বাজার। হাঠৎ করে দেখা যায় সড়ক জনপদ বিভাগ কর্তৃক বিল বোর্ডে লেখা রয়েছে আকবর নগর বাজার । এতে করে মীরারচর গ্রামের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে আকবরনগর ও মীরারচর গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় প্রায় ৩৫ টি দোকান ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটে।

 

কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া বলেন। এ নিয়ে পূর্বেও দু গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক বিলবোর্ডে শুধু আকবরনগর নাম লিখা হলে মীরারচর গ্রামের লোকজন এ নিয়ে অঅকবরনগর গ্রামের লোকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। খবর পেয়ে আমিসহ ভৈরব ও কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

উপজেলা হাসপাতালের ডাঃ ইসমত আরা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন এখানে আসে। এদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

 

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম এ বিষয়ে বলেন, একটি সাইনবোর্ডকে কেন্দ্র করে এখানে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোন ধরণের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

একুশে সংবাদ/জা.আ.প্র/জাহা

Link copied!