কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সড়কের পাশের বাজারের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ভৈরব থানার ওসিসহ ৫ পুলিশ এবং উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
সোমবার (১০ জুলাই) সকাল এগারটার সময় ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ ঘঠনা ঘটে।
জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থানাধিন আকবরনগর ও মীরারচর নামক বাজারটি প্রায় ৪০ বছর যাবত এ নামে পরিচিত। সম্প্রতি সময়ে সড়ক ও জনপদ বিভাগ আকবরনগর বাষ্ট্যান্ড এলাকায় তাদের একটি বিলবোর্ডে আকবরনগর মীরারচর বাজার নামের পরিবর্তে শুধু আকবরনগর বাজার লিখা হয়। এতে করে মীরারচরের লোকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ নিয়ে আজ সকালে আকবরনগর ও মীরারচরের লোকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আনুমানিক অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর ও লুটপাট হয়।
সংঘর্ষ চলাকালে প্রায় ৩ ঘন্টাব্যাপী ভৈরব-ময়মনসিংহ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুভোর্গে পড়ে যাত্রী সাধারণ। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন এর নেতৃত্বে ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপর থানার প্রায় শতাধিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তী যে কোন ধরণের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী বলেন, পূর্বে এ বাজারের নাম ছিল মীরারচর আকবর নগর বাজার। হাঠৎ করে দেখা যায় সড়ক জনপদ বিভাগ কর্তৃক বিল বোর্ডে লেখা রয়েছে আকবর নগর বাজার । এতে করে মীরারচর গ্রামের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে আকবরনগর ও মীরারচর গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় প্রায় ৩৫ টি দোকান ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটে।
কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া বলেন। এ নিয়ে পূর্বেও দু গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক বিলবোর্ডে শুধু আকবরনগর নাম লিখা হলে মীরারচর গ্রামের লোকজন এ নিয়ে অঅকবরনগর গ্রামের লোকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। খবর পেয়ে আমিসহ ভৈরব ও কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা হাসপাতালের ডাঃ ইসমত আরা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন এখানে আসে। এদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম এ বিষয়ে বলেন, একটি সাইনবোর্ডকে কেন্দ্র করে এখানে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোন ধরণের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/জা.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :