AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধুখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


মধুখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলায় আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখালী মধ্য আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আনোয়ারা কামারখালীর মধ্য আড়পাড়া গ্রামের সমর শেখের স্ত্রী।

 

পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামান রাসেল বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালটিতে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

পরকীয়ার জেরে ওই গৃহবধূকে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহত আনোয়ারার স্বজনরা।

 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। 

 

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!