শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আওতাধীন সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা এর আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন আশরাফুল আলম দিপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাঈদ আহম্মেদ।
সোমবার (২৬ জুন) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির চৌধুরী বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান ছাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা এর আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কিশোর চন্দ্র দে, সামিউল হক চৌধুরী, শেখ হামাজ, রাতিম মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জিসান মোল্লা, সম্পদ বাড়ৈ, জগন্নাথ মন্ডল, শিব পোদ্দার, মেহরাফ ইসলাম শিশির। সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ান, জায়েদ জামান, তোফায়েল আলম তিতাস, রায়হান মিয়া, রাকিবুল ইসলাম, সাবিদ মোল্লা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইমদাদুল হক মিলন, প্রজয় মণ্ডল, রাতুল রায়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করবো। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করব।
কমিটি গঠনের পর নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম গোলাম আজমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
একুশে সংবাদ.কম/বিএস
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
