চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৪ ওষুধ ফার্মেসীর ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জেলার সদর উপজেলার নীলমণিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাইন্সের একটি টিমের সহযোগিতায় আজ দুপুরে জেলার সদর উপজেলার নীলমনিগঞ্জ এলাকায় অভিযানে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স মা ফার্মেসী নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিক্রয়ের উদ্দেশ্যে সেলফে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুফল কুমার ফোজদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধ ও ধারায় মেসার্স আনোয়ারা ফার্মেসির মালিক মো. আব্দুল্লাহ আল মামুনকে ২ হাজার টাকা, মেসার্স দত্ত ফার্মেসীর মালিক কৃষ্ণ কুমার দত্তকে ২ হাজার টাকা মেসার্স মেডিসিন সেন্টারের মালিক মো.কামাল হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
একুশে সংবাদ/হা.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

