AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরায় কৃষক হত্যা মামলায় ২১ বছর পর ৩ আসামীর ফাঁসির আদেশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাগুরা
০৮:৪৮ পিএম, ৬ জুন, ২০২৩
মাগুরায় কৃষক হত্যা মামলায় ২১ বছর পর ৩ আসামীর ফাঁসির আদেশ

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার ৩ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৬ জুন) মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

 

দণ্ড প্রাপ্তরা হলেন- শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুস সবুর, একই গ্রামের গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান ও ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী ও তার বাবা আমজাদ আলীকে নিয়ে কৃষি কাজে কোটভাগ গ্রামে তাদের নিজস্ব ফসলী ক্ষেতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় পৌছলে গ্রাম্য দলাদলির কারণে পূর্ববিরোধের জের ধরে আসামী আব্দুস সবুর, হাবিবুর রহমান, বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে। পাশাপাশি সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে নির্মমভাবে হত্যা করে।

 

এই ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামী করে শালিখা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশি চার্চশীট, ১৫ জনের স্বাক্ষ্যসহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন গতকাল এই রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সবুর, হাবিবুররহমান ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। ৩২ জন আসামীকে দেয়া হয়েছে বেকসুর খালাস।

 

জাকির হোসেন নামে একজন আসামী ইতিমধ্যে মারা গেছেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

 

একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা

Link copied!