AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরগুনায় শিক্ষার্থীদের মলমূত্র খাওয়ালেন শিক্ষিকা


বরগুনায় শিক্ষার্থীদের মলমূত্র খাওয়ালেন শিক্ষিকা

বরগুনার আমতলীতে মুঠোফোনে ছবি তোলার অপবাদ দিয়ে মাদ্রাসার শিকার্থীদের মলমূত্র খাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে, গত শুক্রবার রাতে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রাসায়।

 

এঘটনায় অভিভাবক আব্দুল খালেক আকন শিক্ষক তাসলিমা বেগমসহ চারজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে অভিযোগ দিয়েছেন।

 

জানাগেছে, উপজেলার মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রসায় জামিলা, জান্নাতুল ফেরদৌসী, মারিয়া ইসলাম, রুবাইয়া, সাদিয়া, মারহামা,মারুফা, নুসাইবা নাজরানা বিভাগে লেখাপড়া করে। গত শুক্রবার রাতে মাদ্রাসার শিক্ষক তাসলিমা বেগমের মেয়ে নুসরাত অভিযোগ তোলে ছাত্রী জান্নাতুল ফেরদৌসি মোবাইলে তার ছবি তুলেছেন। ছবি তোলার অভিযোগে ওই রাতেই ১০ ছাত্রীর বিচারে বসেন শিক্ষিকা তাসলিমা। এক পর্যায় শিক্ষিকা তাসলিমা বেগম, তার স্বামী আব্দুর রশিদ, ছেলে তাইয়েবা ও মেয়ে নুসরাত ১০ ছাত্রীকে মারধর শেষে মলমুত্র, ড্রেনের পঁচা পানি, হাঁসের মল বালতিতে মিশিয়ে জোরপূর্বক খাইয়ে দেয়। এতে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

শনিবার সকালে তাদের মাদ্রাসা থেকে ভর্তি বাতিল করে বাড়ি পাঠিয়ে দেয়। ছাত্রীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে এ ঘটনা জানায়। সোমবার অসুস্থ্য তিন ছাত্রী জামিলা, জান্নাতুল ফেরদৌসী ও মারিয়া ইসলামকে স্বজনরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

 

এ ঘটনার বিচার চেয়ে অভিভাবক আব্দুল খালেক আকন শিক্ষক তাসলিমাসহ চারজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

হাসপাতালে ভর্তি জামিলা, জান্নাতুল ফেরদৌসী ও মারিয়া ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষক তাসলিমা বেগম, তার স্বামী আব্দুর রশিদ, মেয়ে নুসরাত ও ছেলে তাইয়েবা মোবাইলে ছবি তোলার মিথ্যা অপবাদ দিয়ে আমাদের মারধর করেছে এবং মলমুত্র, ড্রেনের পঁচা পানি ও হাঁসের মল বালতিতে মিশিয়ে জোরপূর্বক খাইয়ে দিয়েছেন। আমরা এ ঘটনার বিচার চাই।

 

অভিভাবক খালেক আকন ও সেলিম মোল্লা বলেন, শিশুদের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার শাস্তি দাবি করছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রশিদ ছাত্রীদের মলমুত্র খাওয়ানোর কথা স্বীকার করে বলেন, মোবাইলে আমার মেয়ে নুসরাতের ছবি তোলায় বিচার করেছি এবং ওই ছাত্রীদের মাদ্রাসা থেকে তাড়িয়ে দিয়েছি। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/এম.সা.প্র/জাহা

 

Link copied!