AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২২ পিএম, ২১ মে, ২০২৫

আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী মাসেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। একইসঙ্গে তিনি জানান, দীর্ঘমেয়াদে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং আগামী মাসে তা ২৭ থেকে ৩০ বিলিয়নের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে এই রিজার্ভ আরও শক্ত ভিত্তিতে নিতে সময় লাগবে এবং অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করেই তা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ খাত নিয়েও কথা বলেন গভর্নর মনসুর। তিনি বলেন, ২৬ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ টিকতে পারবে না। এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় এখন অনেক কম সুদে ঋণ দেওয়া হচ্ছে, ফলে প্রতিযোগিতার বাজারে উচ্চ সুদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার এবং আইএমএফ অনুমোদিত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী তা ২০.৭০ বিলিয়ন ডলার। এই অবস্থায় রিজার্ভ বৃদ্ধির ঘোষণা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!