চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের কৃতি সন্তান বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী এস.এম তৌহিদুল ইসলামের পারিবারিক প্রতিষ্ঠান নুরুল আমাতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সরফভাটার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকালে উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলে সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম.মুজিবুল ইসলাম সরফী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকতুল ইসলাম, শামসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাহার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বৈধ্য, আনোয়ারুল ইসলাম,মোঃ জমির হোসেন, খোরশেদ আলম সুজন প্রমুখ।
অনুষ্ঠানে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ত.ই.প্র/জা.হা