AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার


সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন ধরে ভাসমান ট্রলারসহ ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

 

বুধবার (৩১মে) বেলা ১২ টায় তাদের উদ্ধার করা হয়। বিকালে তাদেরকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটস্থ কোস্টগার্ড অফিসে আনা হয়।

 

কোস্টগার্ড জানায়, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের আগে ১৬ মে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে ২১ মাঝি মাল্লা সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয় এফবি জুনায়েদ নামে ফিশিং ট্রলার। মাঝ পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে ট্রলারটি। ৩০ মে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর সহায়তা চান এই জেলেরা।

 

বিআইডব্লিউটিএর ঘাটস্থ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গভীর সমূদ্রে ভাসতে থাকা জেলেরা নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে না পারলেও নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোষ্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এর অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান চালানো হয়।

 

বুধবার বেলা ১২ টার দিকে মাছ ধরার ট্রলার সহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড।

 

এসময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

 

কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক জেলে সহ বোটটিকে বিকালে ৪ টার দিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। এছাড়া, সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ চলাকালিন সময়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সাগরে নিয়মিত টহল জোরদার করেছে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ.কম/শা.হো/বিএস

Link copied!