AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ জাহাঙ্গীর ও মা জায়েদা খাতুনের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১২:২৯ পিএম, ২৫ মে, ২০২৩

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ জাহাঙ্গীর ও মা জায়েদা খাতুনের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এবং তাঁর নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা।

 

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, বিকেল চারটা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়।

 

আজ সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তাঁর সঙ্গে একই কেন্দ্রে জাহাঙ্গীর আলমও ভোট দেন।

 

ভোট দেওয়া শেষে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘৪৮০ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায় আসে না। মা, ছেলে ও গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। ’

 

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শেষ পর্যন্ত দেখব, আমরা ভোটের মাঠে আছি। শেষ পর্যন্ত দেখব, কোথাও কোনো কারচুপি হয়েছে কি না। যদি সুষ্ঠু হয়, তবে আমরা ভোটের ফলকে স্বাগত জানাব এবং ভালো ভোটের জন্যে সবাইকে ধন্যবাদ দেব। আর কোনো অনিয়ম হলে গাজীপুরবাসী তা মেনে নেবে না। ’

 

এখন পর্যন্ত যে ভোট হয়েছে, তাতে সন্তুষ্ট জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোটারদের বলছি, আপনারা কেন্দ্রে আসেন, ভোট দিন। এই শহর আপনাদের, ভোটের মালিক আপনারা। কোনো পেশিশক্তি যেন ভোট নষ্ট না করতে পারে। জনগণ ঐক্যবদ্ধ হলে কেউ বাধা দিয়ে ভোট নষ্ট করতে পারবে না। ’

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!