পবিত্র কুরআনুল কারীম নাযিলের মাসে কুরআন তিলাওয়াত চুড়ান্ত প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা পরিষদের মিলনায়তনে মাস ব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়া সভাপতিত্বে চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন ভিপি।
এ প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেন চাটখিল পি.জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ইমতাজ উদ্দিন।
মাধ্যমিক স্কুল পর্যায়ে ১ম হয়েছে জীবন নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাফিউল হাসান এবং কলেজ পর্যায়ে ১ম স্থান ভীমপুর টেকনিক্যাল কলেজের ছাত্র আবদুল আজিজ। পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সকল অর্থই একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হয়।
একুশে সংবাদ.কম/সা.ই.প্র/জা.হা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

