লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রতিবছরের ন্যায় এবছরেও জেলার ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের সাথে আসন্ন পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় মানবিক নেতা খ্যাত এই আঃলীগ নেতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে জেলার সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ যা সবার মাঝে ছড়িয়ে দিতে অত্র প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে নিজ হাতে তুলে দেন সাখাওয়াত হোসেন সুমন খান। যা পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়টির শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীদের ঈদ উপলক্ষে কিছু দেওয়া সম্ভব হয়নি। তবে আঃলীগ নেতা সুমন খান আজ শিশুদের উপহার দিয়ে বাচ্চাদের ঈদের খুশি বাড়িয়ে দিলেন। শিক্ষকরা এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী অভিভাবক পেয়েছেন দাবি করে আগামীতেও সুমন খানের সুনজর প্রত্যাশা করেছেন। শিক্ষার্থীদের উপহার প্রদান শেষে সুমন খান জানান, উপহার প্রদান করে আনন্দিত তিনি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা ও সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যাশা তার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক (বীর প্রতীক), অধ্যক্ষ স্বপ্না জামান, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ লিমন,ছাত্রলীগ নেতা লুৎফর রহমান আওরঙ্গ, রাব্বি,অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,শিক্ষক,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ.কম/সম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

