AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন’ শীর্ষক খামারী মাঠ দিবস


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:৫৫ পিএম, ৭ এপ্রিল, ২০২৩
রাজশাহীতে ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন’ শীর্ষক খামারী মাঠ দিবস

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্প কর্তৃক  আয়োজিত "ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন"  শীর্ষক খামারী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৭ এপ্রিল) দিনব্যাপি ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

 

খামারি মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার ঢাকা এর সম্মানিত মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

 

বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট অতিরিক্ত পরিচালক ড.মোঃ জিল্লুর রহমান ও রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আক্তার হোসেন।

 

সম্মানীয়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান  বেলাল উদ্দিন সোহেল। সম্মানীয় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পিডি, পোল্ট্রি গবেষণা উন্নয়ন জোরদারকরন প্রকল্প ডঃ  সাজেদুল করিম সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পিডি, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প ড.গৌতম কুমার দেব।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক  ড.সাদেক আহমেদ।

 

এ সময় তিনি ব্লাক বেঙ্গল ছাগলের বিভিন্ন উপকারী দিক ও ছাগল পালনের গুরুত্ব নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে, বিএলআরআই এর মহাপরিচালক বলেন, কম খরচে কিভাবে টি এম আর ব্যবহার করে ব্ল্যাক বেঙ্গল ছাগল মোটাতাজাকরণের মাধ্যমে লাভবান হওয়া যায়। এছাড়া তিনি বৈজ্ঞানিক উপায়ে ছাগল পালনে খাদ্য ও প্রজনন ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার বক্তব্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের গুরুত্ব আরোপ করে বলেন, এটি বাংলাদেশের একটি নিজেস্ব জাত। এ জাত যাতে সংকরায়ণের মাধ্যমে  বাংলাদেশ থেকে হারিয়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন এবং এটি সংরক্ষণ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

 

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যের ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন তার এলাকায় উক্ত প্রকল্পের মাধ্যমে নতুন নতুন ছাগল খামারি তৈরি হচ্ছে এবং তারা ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছে।এ সময় তিনি বিএলআরআই  কর্তৃপক্ষকে এ ধরনের সুযোগ সৃষ্টি করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোদাগাড়ী বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাইট ইনচাজ নূরে হাছনি দিশা।  এছাড়াও গোদাগাড়ী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাসহ  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খামারি মাঠ দিবসে মোট ৩৫০ জন খামারি অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৫:৫৫ পিএম, ৭ এপ্রিল, ২০২৩ রাজশাহীতে ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন’ শীর্ষক খামারী মাঠ দিবস
  2. ০৩:৩৩ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ তানোরে ইফতার নিয়ে অপপ্রচার,জনমনে ক্ষোভ
  3. ০২:২৯ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ ১০ লাখ ঘুসের টাকাসহ উপ-কর কমিশনার আটক
  4. ১০:৪৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ তানোরে পুকুর ভরাট, প্রশাসনের নিরব ভূমিকায় জনমনে প্রশ্ন
  5. ০৭:১৭ পিএম, ২ এপ্রিল, ২০২৩ তালাক দেয়ায় শ্বশুর বাড়িতেই যুবকের বিষপান
  6. ০৮:৪০ পিএম, ১ এপ্রিল, ২০২৩ তানোরে সম্পত্তি নিয়ে সংঘর্ষে আহত ৩
  7. ০৪:৪৪ পিএম, ১ এপ্রিল, ২০২৩ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ আটক
  8. ০৩:২৯ পিএম, ১ এপ্রিল, ২০২৩ জেসমিন নিহতের ঘটনার বিচার বিভাগীয় দাবি রাজশাহী বিশিষ্ঠজনদের
  9. ০২:৫৬ পিএম, ৩১ মার্চ, ২০২৩ তানোরে স্বামী-স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা
  10. ০২:৩৪ পিএম, ৩১ মার্চ, ২০২৩ তানোরে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ
  11. ০২:২৯ পিএম, ২৭ মার্চ, ২০২৩ তানোরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  12. ০২:০৯ পিএম, ২৭ মার্চ, ২০২৩ দুই সন্তানের জননীকে নিয়ে উধাও দুই সন্তানের জনক
  13. ০১:৫৫ পিএম, ২৭ মার্চ, ২০২৩ রাজশাহী মহানগর আ.লীগের সম্পাদককে বহিস্কারের দাবিতে সমাবেশ
  14. ০৮:০৫ পিএম, ২৫ মার্চ, ২০২৩ তানোরে গণহত্যা দিবস পালিত
  15. ০৮:২০ পিএম, ২৪ মার্চ, ২০২৩ তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৭
Link copied!