বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, "উন্নয়নের নামে দেশের ২৪০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার।" তিনি বলেন, "আওয়ামী লীগ মনে করেছিল জামায়াত-শিবিরের শীর্ষ নেতাদের শহীদ করে সংগঠনকে নিশ্চিহ্ন করা যাবে, কিন্তু আদর্শিক সংগঠনকে হত্যা করা যায় না।"
রোববার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর মাঠে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “১৯৮৫ সালে কুরআন অবমাননার প্রতিবাদে এই জেলার শ্রমজীবী মানুষ ও ছাত্রসমাজ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, তারা কুরআনের পক্ষে অবস্থান নেয়। সেই আন্দোলনে শহীদ হন মতিউর রহমান, শীষ মোহাম্মদসহ অনেকে। এই মাটি এখন ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “যারা কুরআনের আলো নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছেন যুগে যুগে। নাস্তিকেরা বলে তারা ধর্মনিরপেক্ষ, অথচ তারাও একটি পক্ষ। কুরআনের বিরুদ্ধে তারা যতটা বিষোদ্গার করে, অন্য কোনো ধর্মগ্রন্থ নিয়ে করে না।”
তিনি উল্লেখ করেন, কলকাতার হাইকোর্টে কুরআন নিষিদ্ধের দাবিতে দায়ের করা রিটের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জেও বিক্ষোভ হয়েছিল। সেই সময় স্বৈরাচার এরশাদের সরকার নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে আটজনকে শহীদ করে। তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনারাই প্রমাণ করবেন—এই দেশ ধর্মবিদ্বেষীদের নয়।”
আওয়ামী লীগের সমালোচনায় সাদ্দাম বলেন, “এই সরকার দেশের সম্পদ লুট করেছে, জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছে। উন্নয়নের নামে মানুষকে উচ্ছেদ করে রাষ্ট্রকে দারিদ্র্যসঙ্কটে ফেলেছে। একটি কার্যকর রাষ্ট্রের পরিবর্তে তারা তৈরি করেছে দুর্নীতির ঘাঁটি। জনগণ এখন ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও খুঁজে পায় না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অপকর্ম এতটাই গভীর যে প্রধানমন্ত্রীর পাশাপাশি বাইতুল মোকাররম মসজিদের ইমামকেও পালিয়ে যেতে হয়েছে। এখন ছাত্র-জনতা জেগে উঠেছে। ২০২৪ সালের গণআন্দোলনে তারা রাজপথে নেমে তাদের জুলুমের জবাব দিয়েছে।”
ইসলামী ছাত্রশিবিরের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “শিবির মাদক, দুর্নীতি, ঘুষ ও নারী নির্যাতনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষকে ডাকি এক কালেমার পথে, যা মানুষের প্রকৃত মুক্তির দিশা দিতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী, জেলা আমীর মাওলানা আবু জার গিফারি, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী প্রমুখ।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :