রাজশাহীর আয়কর অফিসের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে ১০ লাখ ঘুসের টাকাসহ আটক করেছে দুদক।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দুদক। এসময় ঘুসের টাকাসহ তাকে আটক করা হয়।
রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, ‘একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুস দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।’
দুদকের এ উপ-পরিচালক আরও বলেন, ‘আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।’
একুশে সংবাদ/জ/এসএপি
আপনার মতামত লিখুন :