“গণতন্ত্রের মোড়কে শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিলেন। তার শাসন ছিল পুরোপুরি কর্তৃত্ববাদী, যেখানে আইন, বিচার ও প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের দমন করা হতো।” — এমন মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
রবিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ফুটবল মাঠে আয়োজিত আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
অধ্যাপক শহীদুল ইসলাম আরও বলেন, “সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখাতে ক্রসফায়ার, গুম, খুনের মতো নৃশংস পন্থা বেছে নিয়েছিল। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের গণতন্ত্রকামী মানুষ তার শাসনের অবসান ঘটিয়েছে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “নিজস্ব শাসনব্যবস্থাকে চিরস্থায়ী করতে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনের ছায়া ফিরিয়ে এনেছিলেন। কিন্তু দেশের গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী জনগণ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।”
সম্মেলনে ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ ও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :