AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
১২:৫১ এএম, ১২ মে, ২০২৫

বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর ও পোর্ট থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

পৌর শাখা আমীর আব্দুল জলিলের সভাপতিত্বে ও পোর্ট থানা শাখার আমীর রেজাউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, মাওলানা রিয়াসাত আলী, মতিয়ার রহমান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা ইলিয়াস আলী, নুরুল হক ও ইয়ানূর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি শোকরানা মিছিল বের করে জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Shwapno
Link copied!