AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৮:১৩ পিএম, ২৪ মার্চ, ২০২৩

ঘোড়াশালে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর পলাশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ের জন্য  মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে ভোক্তা সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধ।

 

এসময় পণ্যোর মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয় করার রশিদ দেখাতে না পারা, পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ঘোড়াশাল বাজারের কালাচাঁন চালের দোকান, বৈশাখী স্টোর, আল মাহাদী স্টোর ও শংকর স্টোরের চার ব্যাবসয়াীকে চার মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়া মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!