AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একটি সেতুই হতে পারে দুই জনপদের সেতুবন্ধন



একটি সেতুই হতে পারে দুই জনপদের সেতুবন্ধন

নেত্রকোণা জেলার দুই উপজেলা কেন্দুয়া ও মদনকে পৃথক করে রেখেছে কৈজানি নদী। এখানে একটি সেতু নির্মাণ করলে বদলে যাবে দুই জনপদের জীবন যাত্রার মান-বেঁচে যাবে হাজারো কর্মঘন্টা।

 

খরস্রোতা কৈজানি নদীর ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষের চলাচল। শিক্ষার্থী,শ্রমজীবী,কৃষকসহ হাজারো সাধারণ মানুষ দৈনন্দিন কাজে নদীর এপার ওপার যাতায়াতে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

 

বর্তমান সরকারের আমলে সারা দেশে উন্নয়নের অংশ হিসেবে নদীটির দুই পাশের মাটির রাস্তা করা হলেও সেতুটি নির্মাণের কোনও প্রকল্প আজও দৃশ্যমান হয়নি। ফলে, লাখো মানুষের প্রাণের দাবী কৈজানি সেতু আদৌ নির্মাণ হবে কিনা সে ব্যাপারে সন্দিহান এ এলাকার মানুষ।

 

মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন ও কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের লোকেরা ছোট বড় যানবাহন নিয়ে প্রতিনিয়তই নৌকা যোগে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করে। দুই এলাকার মানুষের জীবন কৃষি নির্ভর হওয়ায় প্রতিনিয়ত গবাদি পশু ও ফসল আনা নেয়া করতে হয় এই পথে। সাইডুলী নদী ও ধলাই নদীর পানি কৈজানি দিয়ে প্রবাহিত হওয়ার দরুন এর স্রোত পাড়ি দিয়ে বৈশাখ মাসে বোরো ধান ও অন্যান্য ফসল পারাপারে কৃষকদের চরম দূর্ভোগ পোহাতে হয়। কৈজানি ফেরিঘাটে একটি সেতু হলে এলাকাবাসীর দূর্ভোগ অনেকাংশেই কমে যাবে।স্থানীয়রা জানান,পাকিস্তান আমল থেকে অদ্যাবধি উন্নয়নের ছোঁয়া পড়েনি এই এলাকাটিতে।

 

মদনের নায়েকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন,গ্রাম হবে শহর। তাই এই সেতুটি আমাদের দাবি। এ ব্যাপারে  উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কৈজানি নদীর উপর একটি সেতু তৈরি খুবই  জরুরি এবং এটি হলে দুই এলাকার জনপদের সেতুবন্ধন আরো দৃঢ় হবে।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!