নওগাঁর মান্দায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১টি ল্যাপটপ, ১২৬টি প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে ও সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে