AB Bank
ঢাকা রবিবার, ০৪ জুন, ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৃহহীনমুক্ত হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলা


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৪:৩৫ পিএম, ২০ মার্চ, ২০২৩
গৃহহীনমুক্ত হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলা

শেরপুরের সিমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীকে গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল হান্নান। আর এ জন্য চতুর্থ ধাপে হস্তান্তরের জন্য ৪৭৫টিসহ মোট ৬৯৫টি ঘর প্রস্তুত করা হচ্ছে।

 

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ ধাপে স্থানীয় ভূমিহীন-গৃহহীনদের মাঝে আগামী ২২ মার্চ ৪৭৫ টি ঘর প্রদান করা হবে। এর পূর্বে একই উপজেলায় ১ম ও ২য় ও ৩য় ধাপে উপজেলায় গৃহহীন ও ভুমিহীনদের মাঝে আরও ২২০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। ওই সব ঘর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৩নং রাজনগর ও ৮নং রূপনারায়নকুড়া বাদে বাকি ১০ টি ইউনিয়নে ভূমিহীনদের নামে বরাদ্দ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিসিল জানান, জেলা প্রশাসক সাহেলা আক্তারের তত্তাবধানে ইতোমধ্যে ওই সব ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সিমান্তবর্তি নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন- গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

 

একুশে সংবাদ.কম/আ.ম/বি.এস