AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৯:০৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩
সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডের সীমান্তে ৯১৫ নম্বর মেইন পিলারের কাছে মালদহ নদীপাড়ে গত ৬০ বছর ধরে হয়ে আসা গঙ্গাপূজা উপলক্ষে মিলনমেলাটি এ বছর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ অনুমতি না দেওয়ায় অনুষ্ঠিত হয়নি। বিগত ৬০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মিলনমেলাটি কান্নাকাটির মেলা নামে পরিচিত।

 

জানা গেছে, রোববার(১৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কয়েক হাজার বাংলাদেশি মিলনমেলার জন্য সীমান্তে অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে গেছেন।

 

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার ভেরভেরি এলাকায় কাটাতারের বেড়ার কাছে গঙ্গাপূজা হয়। পরে দর্শনার্থীরা মালদহ নদীতে পূণ্যস্নান করেন। এ পূজা উপলক্ষে মালদহ নদীপাড়ে বাংলাদেশ-ভারতের মানুষ মিলিত হয়ে মিলনমেলা করেন। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ার পর আবেগতাড়িত হয়ে সকলে একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করেন বলে এ মেলাকে ‍‍`কান্নাকাটির মেলা‍‍` বলা হয়।

 

স্থানীয় সুধীর চন্দ্র বর্মণ (৮০) বলেন, ‍‍`পাকিস্তান আমল থেকে মেলা হয়ে আসছে। এবছর প্রথমবারের মতো এ মেলা হতে দিলো না বিএসএফ। কেন এ মেলার অনুমতি দিলো না সেটা বলতে পারছি না। এ বছর অন্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন।‍‍`

 

শূন্যরেখায় দুই মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী গ্রামের সুরেন চন্দ্র বর্মণ (৮২)। তিনি বলেন, ‍‍`আমার শরীরের অবস্থা ভালো নয়। দুই মেয়ে ভারতে থাকে। তাদের সঙ্গে ১০ বছর দেখা হয় না। আজ তাদের সঙ্গে সীমান্তের মেলায় দেখা করার কথা ছিল। কিন্তু বিএসএফ মেলার অনুমতি না দেওয়ায় মেয়েদের সঙ্গে দেখা হয়নি।‍‍`তিনি বলেন,মেয়েদের সাথে মোবাইলে কথাও হয়েছিল। তারাও সীমান্তে এসেছিল। সারাদিন অপেক্ষা করে বাড়িতে ফিরে যাচ্ছি,‍‍` তিনি বলেন।

 

আদিতমারী উপজেলার বামনেরবাসা এলাকার যামিনীকান্ত রায় জানান, ‍‍`তারকাঁটার বেড়া আমাদের আলাদা করেছে। কিন্তু আমাদের প্রীতিবন্ধনকে আলাদা করতে পারেনি। আমরা আগের বছরগুলোতে সীমান্তের মিলনমেলায় এসেছিলাম এবং ভারতের স্বজনদের সঙ্গে দেখা করেছিলাম,এবছর সীমান্তে মিলনমেলা হলো না! আমাদের পাসপোর্ট-ভিসা করার সামর্থ্য থাকলে এভাবে সীমান্তে মিলনমেলার জন্য অপেক্ষা করতাম না।

 

এ বিষয়ে গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন বলেন, ‍‍`এবছর সীমান্তে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেছিলেন। বিএসএফ মেলার অনুমতি না দেওয়ায় দর্শনার্থীরা বাড়িতে ফিরে গেছেন। মিলনমেলাটি "কান্নাকাটির মেলা" হিসেবে পরিচিত। এ মেলা এই সীমান্তের একটি ঐতিহ্য। বিএসএফ কেন অনুমতি দেয়নি সেটা জানা যায়নি।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৩:০৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অর্থের অভাবে ধমকে রশিতে বাঁধা আলমের চিকিৎসা
  2. ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩ মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট
  3. ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ, ২০২৩ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয়পণ্যসহ তিনটি ট্রাক জব্দ
  4. ০৯:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  5. ০৯:০৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী
  6. ০৩:৩৯ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ শ্রীঘরে ১২
  7. ০৭:৪২ পিএম, ১৪ মার্চ, ২০২৩ অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা ঐশি
  8. ০৬:০৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ স্বাধীনতা বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি: সমাজকল্যাণমন্ত্রী
  9. ০৫:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার
  10. ০৪:২৪ পিএম, ১৪ মার্চ, ২০২৩ কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন
  11. ০৪:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক
Link copied!