নেত্রকোনার মদনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী । বুধবার (১ মার্চ) দুপুর থেকে প্রমিক হামজার বাড়ি নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামে অবস্থান নিয়েছেন তিনি।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ‘৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে হামজা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। গত ২৬ ফেব্রুয়ারি আমি হামজার বাড়িতে আসলে তার বাবা আবু বক্কর আমাকে আর ছেলের সাথে বিয়ে করাবে বলে প্রতিশ্রুতি দিলে আমি বাড়িতে চলে যাই। এখন তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি অবস্থান করছি এই বাড়িতে। বিয়ে না করলে আত্মহত্যা করবো।
স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, আজ দুপুর থেকে ওই নারী বিয়ের দাবিতে হামজার বাড়িতে অনশন করছেন। শয়ে শয়ে লোকজন দেখতে আসছে ঘটনা।
সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হামজার বাড়িতে বিয়ের দাবিতে একটি মেয়ে অনশন করছে। মেয়েটিকে তার চাচা মারপিট করেছে বলে আমরা শুনেছি, আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
এদিকে পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক হামজার মন্তব্য পাওয়া যায়নি। তবে হামজার বাবা আবুবক্কর বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি। তবে চেষ্টা করছি আমার আজ রাতের মধ্যেই ফয়সালা করব।’
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ ওসি তাওহিদুর রহমান জানান, ‘এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’
একুশে সংবাদ/সা.খা.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :