মাহফিল উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে নারায়নগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে হাকিমাবাদ খানকা প্রাঙ্গনে তরীকায়ে খাস মোজাদ্দেদীয়ার মুরিদানগণ আসতে শুরু করে। শুক্রবার বাদ আসর বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। রাতভর শুদ্ধ আকিদা ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের বয়ান করা হয়।
দরবারের সালেকগণ বায়াতের মাধ্যমে দরবারের পীর মোঃ মামুনুর রশীদ (রঃ) জীবন ও কর্মকে অনুসরণের মাধ্যমে নবী রাসূল ও সাহাবী আজমাইন (রাঃ) কে অনুসরন করা হয় বলে মনে করেন। মাহফিলে ভারতের পাঞ্জাব প্রদেশের সেরহিন্দে অবস্থিত মোজাদ্দেদ আলফেসানী (রঃ) প্রধান খাদেম সৈয়দ সাদিক রেজা ও তার ভাই সৈয়দ ফাওয়াদ আহমেদ বয়ান পেশ করেন।
আখেরী দোয়া মুনাজাত পরিচালনা করেন তরিকার প্রধান খলীফা মোঃ শামীম আখতার মাদ্দাজিল্লুহুল আলিয়া। মাহফিলে দরবারের সালেকদের খেদমতে কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :