ঢাকা সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

পলাশে একসঙ্গে ৩ সন্তানের মা হলেন সুমি


Ekushey Sangbad
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী
১২:৫৫ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩
পলাশে একসঙ্গে ৩ সন্তানের মা হলেন সুমি

নরসিংদীর পলাশে একসাথে ৩টি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক নারী। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯ টায় পলাশের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশন হয় ওই নারীর।

 

এসব তথ্য নিশ্চিত করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি আবু তালেবের স্ত্রী।

 

নবজাতকদের ফুফু মানছুরা বেগম জানান, আমার ভাইয়ের আগেও ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে।

 

তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ৮ থেকে নয়টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

 

একুশে সংবাদ.কম/সা.হ.প্র/জাহাঙ্গীর