AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের রঙিন জামায় হাসি ফুটলো শতাধিক পথশিশুর মুখে


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
১১:১৫ এএম, ২৪ এপ্রিল, ২০২২
ঈদের রঙিন জামায় হাসি ফুটলো শতাধিক পথশিশুর মুখে

 নরসিংদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন রঙিন জামা বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে নরসিংদী সরকারি কলেজে একটি আবাসিক হলের অডিটরিয়ামে এই অনুষ্ঠান করা হয়। এসময় শতাধিক পথশিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করা হয়। ঈদের আগে রঙিন জামা পয়ে পথশিশুর মাঝে এক চিলতে হাঁসি ফুটে উঠে।

আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী অক্সফোর্ড কলেজের অধ্যক্ষ এম হানিফা, নরসিংদী ডায়বেটিকস হাসপাতালের কার্যনির্বাহী সদস্য রাসেল বিন হাসনাত, আবেদ টেক্সাইল প্রসেসিং মিলস লিমিটেড এর পরিচালক মাহবুবুর রহমান মনির, আলোকিত নরসিংদীর সহ-সভাপতি গোষ্টলাল দাস, সদস্য সৌমিক সাহা সহ প্রমুখ।

ইসমাইল নামে এক পথ শিশু বলেন, আমাদের ঈদে নতুন কাপঁড় পড়ার ইচ্ছে থাকলেও সাধ্য নাই। পরিবারের কেউই নতুন কাপঁড় কিনে দিতে পারবে না। এখান থেকে নতুন কাঁপড় পেয়ে খুব আনন্দ লাগছে।

লিপি নামে আরেক পথ শিশু বলেন, অনেক দিন ধরে নতুন জামা পড়ি না। পুরাতন জামা পড়েই ঘুরি। এবার ঈদের দিন নতুন জামা পড়ে ঘুরতে বের হবো।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, পথশিশুরা সমাজে অবহেলিত। তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত। তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই জীবন-মানের উন্নতি ঘটবে।

নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ বলেন, নিজেদের প্রতিদিনের খাবার যোগার করাই যেখানে কঠিন সেখানে নতুন কাপঁড় ত স্বপ্ন। তাদের সে স্বপ্নই বাস্তবায়ন করেছে আলোকিত নরসিংদী। তাদের রঙিন কাপড়ে শতাধিক শিশুর মাধ্যমে শতাধিক পরিবারে ঈদের আনন্দ বিরাজ করবে।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সুবিধাবঞ্চিত পথ শিশুদের ঈদে নতুন জামা কেনার সাধ্য নাই। তারা অনেক কষ্টে দিনাপাত করে। তাই এসব অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকি আমরা । ঈদের রঙিন জামা বিতরণ করে শতাধিক পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এচেষ্ঠা প্রতিবছর অব্যহত থাকবে।

 

 

একুশে সংবাদ /এসএম

Link copied!