বঙ্গোপসাগরের কক্সবাজার-মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আবু সালাম চৌধুরী জানান, কয়েকদিন ধরে সমুদ্রে জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী চ্যানেলে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ৬ জলদস্যুকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের কারো নাম ও পরিচয় পাওয়া যায়নি।
একুশে সংবাদ/শাহাদত হোছাইন/এইচ আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

