জামাল বাদশা, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে জাল ভোট দিতে এসে আটক হয়েছে বাবলু মিয়া (১৭) নামে এক স্কুলছাত্র। রবিবার (২৮ নভেম্বর) বড়বাড়ী ইউনিয়নের পাঠানপাড়া আবু তাহের নূরানী হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বাবলু মিয়া (১৭) ওই ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকার ইয়াসমিন আলীর ছেলে ও শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি মানিক মিয়া নামে এক ব্যক্তির ভোটার স্লিপ নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন।
এদিকে জাল ভোট দিতে আসা ব্যক্তির ছবি সাংবাদিকরা তুলতে গেলে পুলিশ বাঁধা দেয় এবং ভোট সেন্টার থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। তবে পুলিশের আচরণে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার দুঃখ প্রকাশ করেন।
প্রিজাইডিং অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, জাল ভোট দিতে আসায় বাবলু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
একুশে সংবাদ/আল-আমিন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

