ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হেরোয়িন ও ইয়াবা ট্যাবলেট সহ মিলন হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিলনের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোয়িন ও হেরোয়িন মাপার যন্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯শ ৫০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একুশে সংবাদ/আল-আমিন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

