চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনে মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নাচোল রেলস্টেশন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এই বয়কটের ঘোষণা দেন। এ সময় মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা কঠোর আন্দোলনেরও হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সম্প্রতি তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া চারজন বিএনপি নেতা।
বয়কটের ঘোষণা দেওয়া তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থী হলেন—জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি, এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

