বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। দেশের মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন সঠিকভাবে হলে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে বিএনপি জনগণের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে— এ বৈষম্য দূর করতে তরুণ প্রজন্ম আন্দোলনে নেমেছিল। তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি।”
বেগম খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ের অভিযোগ তুলে তিনি বলেন, “আশির দশকে খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর দেশে গণতন্ত্র ফিরে আসে। এরপর ১৯৯১ সালে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে। কিন্তু দুঃখজনকভাবে তিনি মিথ্যা মামলায় ছয় বছর কারাবন্দি ছিলেন। এখন তিনি অসুস্থ— সবাই তার জন্য দোয়া করবেন।”
নিজের বাবা ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, “আমার বাবা জীবনে টাকা বা সম্পদ রেখে যাননি, বরং ব্যাংকে দেনা রেখে মারা গেছেন। কিন্তু তিনি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ হিসেবে সালথা-নগরকান্দার মানুষকে রেখে গেছেন। আমি সেই ভালোবাসার টানেই রাজনীতি করছি। ভবিষ্যতে সংসদে যেতে পারলে তাদের জন্য আরও কাজ করব।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা খন্দকার খায়রুল বাসার আজাদ, কামরুল ইসলাম মজনু, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, পাবেল রায়হান, আব্দুর রব মাতুব্বর প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

