আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঁচন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড নোণাপুকুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি পরান মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লফর আলী (মেম্বার) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “ধানের শীষ আমাদের আশা ও উন্নয়নের প্রতীক। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সবাই এক পরিবারের লোক — আমাদের পরিচয় ধানের শীষের সমর্থক।”
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা বলেন, “স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন, তবু আওয়ামী লীগের জান্তা শাসনের বিরুদ্ধে লড়াই থেমে যায়নি। বর্তমানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে; তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে এসব প্রতিহত করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার প্রতিশ্রুতি দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

