ময়মনসিংহের ফুলপুরে এই প্রথম করোনা রোগীদের জন্য গ্রামাউসের উদ্যোগে ফ্রী অক্সিজেন সিলিন্ডার সার্ভিস সেবা চালু হয়েছে। মঙ্গলবার এই ফ্রী অক্সিজেন সিলিন্ডার সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এ সময় গ্রামাউস নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খান, প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
দিন দিন করোনা রোগী বাড়ার কারণে অক্সিজেনের চাহিদাও বাড়ছে। গ্রামাউসের এই কর্মসূচির আওতায় ১৭ জনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম কাজ করবেন। যেখানেই এটির প্রয়োজন হবে সেখানেই সেচ্ছাসেবকগণ সিলিন্ডার নিয়ে হাজির হবেন।
একুশে সংবাদ/তাপস/প



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

