AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচলও বন্ধ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০১ এএম, ১৯ অক্টোবর, ২০২০
এবার কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচলও বন্ধ

বার বার ডুবোচরে আটকে যাচ্ছে লঞ্চ। পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে এ সমস্যায় পড়ছেন লঞ্চচালকরা। এ কারণে সোমবার সকাল থেকে আবারও কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘাট সূত্র জানায়, নৌ-পথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌ-রুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ চালক ও মালিকেরা।

এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে। অনেক স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

দুই মাস ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বার বার বাধাগ্রস্ত হচ্ছে। নাব্য সঙ্কটের কারণে কয়েক দফায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

একুশে সংবাদ/ঢা/এআরএম

Link copied!