AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু ,মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১০:৩৫ এএম, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু ,মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসের ধাক্কায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি ও চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রাখায় দুই রুটেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি বলেন, “হেফাজতের কর্মীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছি।”

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে, রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে ওই এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়, তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তিনি স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুর পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকারী বাসটি জব্দ ও চালকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!