AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:৪৪ পিএম, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) মোট ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করে।

এর মধ্যে আমদানি কনটেইনার ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি এনসিটি পরিচালনার ইতিহাসে এক দিনের সর্বোচ্চ রেকর্ড।

সূত্র জানায়, গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশন পরিচালনা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষ ব্যবস্থাপনা ও সমন্বয়ের ফলে জাহাজ পয়েন্ট, ডেলিভারি ও গেট অপারেশন আরও দ্রুত হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি কার্যকর।

চলতি মাসে (১–২৮ আগস্ট) এনসিটি-র এসব বার্থে ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৯০৩ টিইইউএস। যা আগের তুলনায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

একটি বিশ্লেষণে দেখা গেছে, সিডিডিএল দায়িত্ব নেওয়ার ৪৯ দিনে (৭ জুলাই থেকে ২৫ আগস্ট) মোট ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। এর আগে একই সময়কালে (১৯ মে থেকে ৬ জুলাই) আগের অপারেটর হ্যান্ডল করেছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ, নতুন অপারেটরের অধীনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

এই প্রবৃদ্ধি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!