AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৯ পিএম, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মো. ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ১ নম্বর গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত সুমনের বাড়ি ভোলার পখিয়া গৌরনদী এলাকায়। তিনি মো. বশিরের ছেলে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সুমন বন্ধুদের সঙ্গে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঘুরতে গেলে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের উরুতে (রানে) আঘাত করে এবং মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!