আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাতীয় ঈদগাহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জানান, ৭ জুন (শনিবার) রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানান প্রশাসক। নিরাপত্তা ও পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ সময় তিনি আরও জানান, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসি ১২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করবে। ঈদের দিন দুপুর ২টার মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
বায়তুল মোকাররমে পাঁচটি জামাত
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
১ম জামাত – সকাল ৭টা
২য় জামাত – সকাল ৮টা
৩য় জামাত – সকাল ৯টা
৪র্থ জামাত – সকাল ১০টা
৫ম ও শেষ জামাত – সকাল ১০টা ৪৫ মিনিট
নামাজ শেষে খুতবায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। ডিএসসিসি, ডিএনসিসি ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে ঈদ জামাতের প্রস্তুতিতে কাজ করছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

