আশুরা, রথযাত্রা, কোটাসংস্কার আন্দোলনসহ বেশ কিছু কর্মসূচি থাকায় সড়কে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
১৩ জুলাই দুপুরে মিডিয়া সেন্টারে ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান।
তিনি জানান, ১৫ তারিখে উল্টো রথযাত্রা, ১৭ তারিখে পবিত্র আশুরার তাজিয়া মিছিল আছে। পাশাপাশি কোটাবিরোধী আন্দোলন চলছে।
সব মিলিয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ আছে। মহানগরে চলাচলে জনভোগান্তি যতটুকু কমানো যায় ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাবে।
মেহেদী হাসান জানান, অতিবৃষ্টি, রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি আরও বেড়ে যায়। মূল সড়কে অটোরিকশা চালানোর সুযোগ নেই। ছোট ছোট রাস্তায় অটো চলতে পারবে। তবে ভিআইপি এলাকায় এসব রিকশা চলতে পারবে না।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

