রাজধানীর ডেমরায়আসিয়ান নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত আবুল হোসেন (৪৫) নামে আরও এক লেগুনাযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবুল হোসেনের বাড়ি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায়।
এর আগে এ দুর্ঘটনায় নারীসহ আরও তিনজন মারা যান। তাঁরা হলেন—আসিফ হুসাইন সুমন (২৮), শামসুন্নাহার (৫২) ও উম্মে হাবিবা (১১)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ডেমরায় লেগুনায় থাকা আহত যাত্রী আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় এক নারী, এক কিশোরী ও এক যুবক নিহত হয়। আহত আরও দুজনের চিকিৎসা চলছে।’
এর আগে বৃহস্পতিবার সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

